Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Thaltasori Mondir
Location
থালতা মাজগ্রাম ইউনিয়নের থালতা মাজগ্রাম গ্রাম।
Transportation

নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিক্সা যোগে কড়ইহাট বাজারে যেতে হবে। সেখান থেকে অটোভ্যান বা অটোরিক্সা যোগে থালতা মাজগ্রাম গ্রামে যেতে হবে

Details

থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতাশ্বর এই মন্দিরটি ২শ' বছরের পুরানো। জমিদার খিতিষ ভূষন রায় রাহাদুর থালতেশ্বরী কালিমাতা মন্দির প্রতিষ্ঠিত করেন। মন্দিরটি প্রায় ৩০ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত। মন্দিরের নামে ৩৬৬ বিঘা জমি ও ৫টি পুকুর রয়েছে। সেখানে হিন্দুধর্মালম্বীরা তাদের ধর্মীয় উৎসবে একত্রিত হন।