বুড়ইল ইউনিয়নের পেং হাজারকী গ্রাম
নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে ধুন্দার পর্যন্ত সিএজিতে যেতে হবে। সেখান থেকে অটোরিক্সা বা অটো ভ্যান বা ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে হাজারকী গ্রামে যেতে হবে। নদীগ্রাম বাসস্ট্যান্ড থেকে পুরো রাস্তাটি উক্ত স্থান পর্যন্ত ৯৫ ভাগ রাস্তা পাকা।
বুড়ইল ইউয়িনের হাজারকি গ্রােেম বটগাছ ঘেরানো শিববাটি মন্দির। যা ২ একর ২৬ শতাংশ জমির উঁচু ঢিবির উপর অবস্থিত। কি ভাবে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে তা সবার অজানা। পুরো মন্দির জুড়েই রয়েছে বটগাছ। মনে হয় গাছের ভিতরেই মন্দির। স্থানীয়দের ধারণা, মন্দিরটি প্রায় ২শ’ বছরের পুরানো। মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পদাবলী কীর্তন, শিবের মাথায় জল, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার হরিসভা ও সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভক্তি শ্রদ্ধা করেন হিন্দু ধর্মালম্বীরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস