নন্দীগ্রাম উপজেলার, ৫নং ভাটগ্রাম ইউনিয়নে অবস্থিত কোয়ালিটি ফিড কোম্পানি। বগুড়া জেলা শহর থেকে আনুমানিক ৩০ কি: মি: উপজেলা নন্দিগ্রাম ২ কি: মি: দূরত্ব কোয়ালিটি ফিড কোম্পানি অবস্থিত।
স্থাপিত কাল: ২০১৩ সাল শ্রমিকি সংখ্যা: ৩৫০ জন কর্মকর্তা ও কর্মচারী সহ।
পরিচালক মো: আতাউল হকমহন
মোবাইল : ০১৭১৩-৩৭৭৭৪৯
নন্দীগ্রাম উপজেলা (বগুড়া জেলা) আয়তন: ২৬৫.৪৭ বর্গ কিমি। অবস্থান: ২৪°৩৫´ থেকে ২৪°৪৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০৮´ থেকে ৮৯°২১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে শাহজাহানপুর ও কাহালু উপজেলা, দক্ষিণে সিংড়া উপজেলা, পূর্বে শেরপুর (বগুড়া) উপজেলা, পশ্চিমে আদমদীঘি, রানীনগর ও সিংড়া উপজেলা।
জনসংখ্যা ১৬৮১৫৫; পুরুষ ৮৫৬৯০, মহিলা ৮২৪৬৫। মুসলিম ১৪৬৩৯৮, হিন্দু ২১৬৮৩, বৌদ্ধ ৮ এবং অন্যান্য ৬৬। এ উপজেলায় সাঁওতাল, ওরাওঁ প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
জলাশয় প্রধান নদী: নাগর, ভদ্রাবতী।
প্রশাসন নন্দীগ্রাম থানা গঠিত হয় ১৯৩২ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
উপজেলা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
- | ৫ | ২৩৫ | ২৪৫ | ৫৪২৩ | ১৬২৭৩২ | ৬৩৩ | ৫৪.৩ | ৪৫.৭ |
উপজেলা শহর | ||||||||
আয়তন (বর্গ কিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||||
২.৩৬ | ১ | ৫৪২৩ | ২২৯৮ | ৬১.২ |
ইউনিয়ন | ||||||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |||||
পুরুষ | মহিলা | |||||||
থালতা মাজগ্রাম ৮৪ | ১২২৬৪ | ১৬৪২২ | ১৫৫০৭ | ৪৫.৭৩ | ||||
নন্দীগ্রাম ৭৩ | ১২১৯৭ | ১৮২০৩ | ১৭৩৯০ | ৪৪.৯২ | ||||
বুড়ইল ৩১ | ১৩৯০২ | ১৭৭৫৩ | ১৭১৮০ | ৪০.০৭ | ||||
ভাটগ্রাম ১০ | ১২৬৫০ | ১৭৩৭১ | ১৬৯৫৪ | ৩৯.৮৬ | ||||
ভাটরা ২১ | ১৪৫৯১ | ১৫৯৪১ | ১৫৪৩৪ | ৪০.২৮ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস