নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিক্সা যোগে কড়ইহাট বাজারে যেতে হবে। সেখান থেকে অটোভ্যান বা অটোরিক্সা যোগে থালতা মাজগ্রাম গ্রামে যেতে হবে
থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতাশ্বর এই মন্দিরটি ২শ' বছরের পুরানো। জমিদার খিতিষ ভূষন রায় রাহাদুর থালতেশ্বরী কালিমাতা মন্দির প্রতিষ্ঠিত করেন। মন্দিরটি প্রায় ৩০ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত। মন্দিরের নামে ৩৬৬ বিঘা জমি ও ৫টি পুকুর রয়েছে। সেখানে হিন্দুধর্মালম্বীরা তাদের ধর্মীয় উৎসবে একত্রিত হন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস