Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঐতিহ্যবাহী সুখ-দুখ পুকুর
স্থান

সুখ-দুখ পুকুরটি ভাটরা ইউনিয়নের বামনগ্রাম এলাকায় অবস্থিত

কিভাবে যাওয়া যায়

নন্দীগ্রাম পৌর শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে সুখ-দুখ পুকুরটি অবস্থিত। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিক্সা যোগে কালিগঞ্জ রোডে বামনগ্রামের রাস্তার পার্শ্বে নামতে হবে । বামনগ্রামের রাস্তা  ধরে ৪০০গজ সামনে এগিয়ে গেলে  সুখ-দুখ পুকুর দেখা যাবে।

বিস্তারিত

ভাটরা ইউনিয়নের চালা মোকামতলায় এক মুকুট রাজা ছিল। সেই রাজার দুই কন্যার নাম অনুসারেই এই পুকুরগুলোর নাম দেয়া হয়েছিল সুখ আর দুঃখ। দুটি পুকুর পাশাপাশি অবস্থিত। তবে আয়তন ৩৬৬ বিঘা। মাঝখানে ছিল ছোট্ট একটি ব্রীজ। কেউ একটি পুকুরে মাছ ধরতে গেলে অপর পুকুরে মাছগুলো চলে যেত। এই পুকুর সংস্কারকালে প্রাচীন আমলের ইট পাওয়া যায়। পুকুর দুটি কোন সময় খনন করা হয়েছিল তা সবার অজানা। তবে এলাকার প্রবীণ লোকজনের ধারণা, পুকুর দুটি প্রায় ৫শ বছরের পুরানো। নন্দীগ্রাম পৌর শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে সুখ-দুখ পুকুরটি অবস্থিত। এদিঘী জলধারা নয় বা ঐতিহাসিক কীর্তি নয়, এক বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। অর্থাৎ ভবিষ্যৎ সরকারি ভাবে প্রদক্ষেপ নেওয়া হলে একটি মনোরম পার্ক হতে পারে। এই পুকুর দেখতে দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে। তার পাশেই রয়েছে গণকবর । ১৯৭১সালে পাকা হানাদার বাহিনী উক্ত স্থানে পার্শ্ববর্তী গ্রামের ৯জনকে একত্রে গুলি করে হত্যা করে ছিল।