বুড়ইল ইউনিয়নের হাজারকী গ্রাম
নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে ধুন্দার পর্যন্ত সিএজিতে যেতে হবে। সেখান থেকে অটোরিক্সা বা অটো ভ্যান বা ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে হাজারকী গ্রামে যেতে হবে। নদীগ্রাম বাসস্ট্যান্ড থেকে পুরো রাস্তাটি উক্ত স্থান পর্যন্ত ৯৫ ভাগ রাস্তা পাকা।
কালের সাক্ষী হয়ে রয়েছে হাজারকী গ্রামে্র ছোট্ট আলিয়ার পুকুর জামে মসজিদ। আলিয়ার নামক পুকুরপাড়ে অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী এই মসজিদটির মধ্যে ইমামসহ ১৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এলাকাবাসী জানান, প্রায় ৪০০ বছরের পুরানো এই মসজিদ। যে সময় এ মসজিদটি স্থাপন করা হয় তখন এলাকায় ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা হয়তো খুবই কম ছিল। সে কারণে ছোট আকারে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির সামনে মাজার রয়েছে। আজ থেকে ২০ বছর পূর্বে আলিয়ার পুকুর পাড়টি ঝাড় জঙ্গলে ভরা ছিল। তার মধ্যেই ছিল এই আলিয়ার পুকুর জামে মসজিদ। আস্তে আস্তে পুকুর পাড়ে বসতি গড়ে ওঠে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস