১নং বুড়ইল বুড়ইল ইউনিয়ন, নন্দিগ্রাম,বগুড়া।
২নং নন্দিগ্রাম ইউনিয়ন, নন্দিগ্রাম,বগুড়া।
৩নং ভাটরা ইউনিয়ন, নন্দিগ্রাম,বগুড়া।
৪ং থালতামাঝগ্রাম ইউনিয়ন, নন্দিগ্রাম,বগুড়া।
৫ং ভাটগ্রাম ইউনিয়ন, নন্দিগ্রাম,বগুড়া।
• পাবলিক পরীক্ষার ফলাফল
• সরকারী ফরম ডাউনলোড করুন
• জন্ম ও মৃত্যু নিবন্ধন
• অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি
• ডাটা এন্ট্রি
• বাগান / শক্তি খরচ কমানোর কার্ড ডাটাবেস
• জীবনের মানোন্নয়নের তথ্য তথ্য
• কর্মসংস্থান সংক্রান্ত তথ্য
• ভিসা প্রসেসিং / ভিসা ফরম ছাপানোর
• ই মেইল এবং ইন্টারনেট ব্রাউজিং
• কম্পিউটার প্রশিক্ষণ
• ভিডিও কনফারেন্সিং
• মোবাইল ব্যাংকিং
• ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা
• ফটোকপি / স্ক্যান / ছবি / মোবাইল ফোন সেবা
সেবা সহযোগীদের মধ্যে সরকারি ও বেসরকারি ব্যাংক (যেমন ডাচ বাংলা, মার্কেন্টাইল, ট্রাস্ট, বিকাশ) হয়, জীবন বীমা কোম্পানি (যেমন রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা), টেলিযোগাযোগ কোম্পানি (যেমন রবি, বাংলালিংক) এবং অ Govt. প্রতিষ্ঠান (ব্রিটিশ কাউন্সিল, অঙ্কুর, প্রাকটিক্যাল অ্যাকশন). অংশীদারদের কিছু সফ্টওয়্যার ও হার্ডওয়্যারের সমস্যা সমাধান সমর্থন (যেমন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিসিসি, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বিসিএস, ও প্রযুক্তি আজ) প্রদান. নতুন এজেন্সি সঙ্গে অংশীদার ইউআইএসসি দরকারী সেবা বিভিন্ন প্রস্তাব তাদের সক্রিয় অর্থনৈতিকভাবে বজায় রাখা সাহায্য. সরকার সংস্থার এছাড়াও তথ্য সংগ্রহ, সামাজিক নিরাপত্তা নেট সুবিধাভোগী সনাক্ত, এবং ভাতা বিতরণ জন্য তাদের ব্যবহার করে ইউআইএসসি অবকাঠামো ও সম্পদ থেকে উপকৃত.
সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস