উপজেলা পর্যায়ে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম সর্বস্তরের জনগণের মাঝে তুলে ধরা;
নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নের অগ্রযাত্রা (২০০৮ থেকে ২০১৬):
বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রর তুলনামূলক বিবরনীর লেখচিত্র |
||
---|---|---|
উন্নয়ন মেলার কর্মসূচীঃ
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নিবাহী অফিসার মোসা : শরীফুন্নেসা মহোদয়ের সভাপতিত্বে আগামী ০৯ জানুয়ারি ২০১৭ বিকেল ০৩:৩০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মেলা ২০১৭ এর শুভ উদ্বোধন করবেন মাননীয় এমপি মহোদয় একেএম রেজাউল করিম তানসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার মশিদুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ক) উপজেলা চত্বরে প্রয়োজনীয় সংখ্যক স্টল নির্মাণ, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ, ব্যানারসহ ফেস্টুন দিয়ে বর্ণিলভাবে সজ্জিত করণ।
খ) উদ্বোধনী দিনে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ সকল সরকারি দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করা।
গ) মেলায় অংশগ্রহণকারী স্ব স্ব বিভাগ তাদের উন্নয়ন কার্যক্রম এমনভাবে তুলে ধরবে যাতে জনগণ সরকারের উন্নয়ন সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারে। এক্ষেত্রে মেলার স্টল সমূহে ভিডিও চিত্রের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মুলক কার্যক্রম, উদ্যোগ ও সাফল্যগাঁথা তুলে ধরা।
ঘ) মেলা চলাকালীন সময়ে স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সংক্রান্ত রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন।
ঙ) স্থানীয় কেবল নেটওয়ার্ক ও প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে উন্নয়ন মেলার ব্যাপক প্রচার।
চ) মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক, উন্নয়ন এবং নন্দীগ্রামের লোকজ সংগীত, সমন্বয় সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এ বিষয়ে উপজেলা কালচারাল অফিসার, শিল্পকলা একাডেমী, উপজেলা সংগঠক, বাংলাদেশ শিশু একাডেমী, নন্দীগ্রাম কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন বিষয়ে বিশেষ গান রচনাপূর্বক পরিবেশন।
ছ) প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা হতে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
তাছাড়া মেলায় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
“উন্নয়ন মেলা” ২০১৭ এ অংশগ্রহণকারী স্টলসমূহের তালিকা
“উন্নয়ন মেলা” ২০১৭ এ অংশগ্রহণকারী স্টলসমূহের তালিকা
“উন্নয়নমেলা” ২০১৭এঅংশগ্রহণকারীস্টলসমূহেরতালিকাঃ
ক্রমিকনং |
স্টল/অফিসেরনাম |
মন্তব্য |
01 |
উপজেলা ভূমিঅফিস, নন্দীগ্রাম, বগুড়া |
|
02. |
নন্দীগ্রাম পৌরসভা,বগুড়া |
|
03. |
উপজেলা শিক্ষা অফিস, নন্দীগ্রাম, বগুড়া |
|
04. |
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নন্দীগ্রাম,বগুড়া |
|
05. |
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নন্দীগ্রাম,বগুড়া |
|
06. |
উপজেলা মৎস্য অফিস, নন্দীগ্রাম, বগুড়া |
|
07. |
উপজেলা প্রাণিসম্পদ অফিস, নন্দীগ্রাম,বগুড়া |
|
08. |
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি), নন্দীগ্রাম,বগুড়া |
|
09. |
উপজেলা পরিষদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
|
10. |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নন্দীগ্রাম,বগুড়া |
|
11. |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, নন্দীগ্রাম,বগুড়া |
|
12. |
উপজেলা সমাজসেবা অধিদপ্তর, নন্দীগ্রাম,বগুড়া |
|
13. |
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নন্দীগ্রাম,বগুড়া |
|
14. |
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, নন্দীগ্রাম, বগুড়া |
|
15. |
উপজেলা পরিসংখ্যান অফিস,নন্দীগ্রাম,বগুড়া |
|
16. |
উপজেলা সমবায় অফিস, নন্দীগ্রাম,বগুড়া |
|
17. |
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নন্দীগ্রাম,বগুড়া |
|
18. |
উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, নন্দীগ্রাম,বগুড়া |
|
19. |
উপজেলা যুবউন্নয়ন অফিস, নন্দীগ্রাম, বগুড়া |
|
20. |
নন্দীগ্রামথানা, বগুড়া |
|
21. |
একটিবাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয়ী ব্যাংক, নন্দীগ্রাম, বগুড়া |
|
22. |
সোনালী ব্যাংক লিমিটেড, নন্দীগ্রাম শাখা,বগুড়া |
|
23. |
১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ, নন্দীগ্রাম, বগুড়া |
|
24. |
২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ, নন্দীগ্রাম, বগুড়া |
|
25. |
৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ, নন্দীগ্রাম,বগুড়া |
|
26. |
৪নং থালতামাঝগ্রাম ইউনিয়ন পরিষদ,নন্দীগ্রামবগুড়া |
|
27. |
৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ, নন্দীগ্রাম,বগুড়া |
|
28. |
উপজেলা নারী উন্নয়ন ফোরাম,নন্দীগ্রাম,বগুড়া |
|
29. |
উপজেলা খাদ্য অফিস, নন্দীগ্রাম,বগুড়া |
|
30. |
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, নন্দীগ্রাম, বগুড়া |
|
31. |
উপজেলা নির্বাচন অফিস, নন্দীগ্রাম,বগুড়া |
|
32. |
ইসলামিক ফাউন্ডেশন নন্দীগ্রাম,বগুড়া |
|
33. |
করসার্কেল-১৪,বগুড়া |
|
34. |
উপজেলা হিসাব রক্ষণ অফিস, নন্দীগ্রাম,বগুড়া্ |
|
35. |
উপজেলা আনসার ও ভিডিপি অফিস, নন্দীগ্রাম,বগুড়া। |
|
36. |
জাতীয় মহিলা সংস্থা, নন্দীগ্রাম, বগুড়া |
|
37. |
মুক্তিযোদ্ধা সংসদ, নন্দীগ্রাম,বগুড়া |
|
38. |
বাপসা, নন্দীগ্রামবগুড়া |
|
39. |
ইসলামী ব্যাংক, নন্দীগ্রাম, শাখা |
|
40. |
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোং লিঃ |
|
41. |
পল্লী বিদ্যুৎ সমিতি, নন্দীগ্রাম, বগুড়া। |
|
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)